সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ১০:২১ পূর্বাহ্ন
ভিডিওটিতে দেখা গেছে, গাছের গর্তে কাঠঠোকরার বাসায় হামলা করল এক বিশাল সাপ। আর তাকে মরিয়া হয়ে হামলা করছে কাঠঠোকরাটি। একবার নয় একাধিকবার। বারবার সাপটি তাকে ধরে মাটিতে ফেলে দিচ্ছে আর ফের সে উঠে এসে সাপের মাথায় কামোড় বসাচ্ছে।
মেট্রো নিউজের খবর অনুযায়ী, দৃশ্যটি ২০০৯ সালে পেরুতে ভ্রমণে গিয়ে ক্যামরাবন্দি করেন ইসরায়েলি পর্যটক আসফ অ্যাডমনি। ইউটিউবে ওই ভিডিওটি ৮০ লাখ মানুষ দেখেছেন।
অ্যাডমনি লিখেছেন, মনে হয় সাপটি পাখির বাচ্চা বা ডিমের সন্ধানে এসেছিল। সে সময় বাসায় ছিল না কাঠঠোকরাটি। বাসায় সাপটিকে দেখতে পেয়েই বারবার হামলা করছিল সাপটির ওপরে।
ভিডিও