মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ১০:১০ পূর্বাহ্ন
গাইবান্ধা জেলা প্রতিনিধি: ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ গাইবান্ধার চরাঞ্চলে শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় অতিবাহিত করছে কৃষকগণ। বন্যার ক্ষতি পুষিয়ে নিতে ভোর থেকে সারাদিন কাজ করছেন তারা। চরাঞ্চলের জমি চিচিংগা, ঝিঙ্গা, করলা, বেগুন, মূলা, ডাংগাসহ নানা শাক সবজি চাষের উপযোগী। বন্যার ক্ষতি যাতে পুষিয়ে নিতে পারে সে জন্য কৃষকদের সহায়তা করছে কৃষি কর্মকর্তাগণ। গাইবান্ধার সুন্দরগঞ্জ,গাইবান্ধা সদর,সাঘাটা ও ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে এবার ব্যাপক শীতকালীন সবজির চাষ করা হয়েছে। অনেক গাছে ঝুলছে চিচিংগা, ঝিংগা, করলা, বেগুন ও মূলাসহ নানা জাতের শাক সবজি। ইতিমধ্যে বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন এসব সবজি। সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের কৃষক আব্দুল হামিদ সরকার বলেন ঋণ করে সবজি চাষ করেছি। সবজির গাছ অনেক ভালো দেখা যাচ্ছে। ফলন ভালো হওয়ার আশা করছি। সবজির বাজারে দাম ভালো পেলে লাভবান হতে পারবে।