মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১, ০১:৫৩ পূর্বাহ্ন
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ সমসপাড়া দ্বী-মূখী বালিকা উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন (এসডিএ) এর উন্নয়ন কল্পে সততা ষ্টোরের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে এ উপলক্ষে জামালপুরহাট স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু। সমসপাড়া দ্বী-মূখী বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আঃ গণি, গোবিন্দগঞ্জ উপজেলা আ’লীগের উপ-দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান মন্ডল (মাসুদ)। এসময় উপস্থিত ছিলেন স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন (এসডিএ) এর সদস্য সুজন মন্ডল, আনারুল ইসলাম (আমজাদ), বেলাল আকন্দ, বিপুল আকন্দ, সুকুমার চন্দ্র রায়, মাসুদ রানা, আবুল কালাম আজাদ (উজ্জল), বিদূৎ আকন্দ, জহুরুল ইসলামসহ উক্ত বিদ্যালয়ের তিন শতাধীক শিক্ষার্থী। অনুষ্ঠানে সকলে সততা ষ্টোরের সফলতা কামনা করেন।
ক্যাপসনঃ সমসপাড়া দ্বী-মূখী বালিকা উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন (এসডিএ) এর উন্নয়ন কল্পে সততা ষ্টোরের উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু।