সোমবার, ০১ মার্চ ২০২১, ০৯:০৬ পূর্বাহ্ন
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি ঃ তারিখ-২৪.১০.১৯ইং
কুড়িগ্রামের উলিপুরে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক প্রচার কার্যক্রমের আয়ওতায় শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, ভিশন ২০২১ ও ২০৪১, দেশের উন্নয়ন ও অর্জন সম্পর্কে জনগণকে অবহিতকরণের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বজরা এল, কে আমিন ডিগ্রী কলেজ মাঠে কুড়িগ্রাম জেলা তথ্য অফিসের আয়োজনে ও উলিপুর উপজেলা প্রশাসনের সহযোগীতায় কলেজের অধ্যক্ষ আহসান হাবীব-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৩, সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম আমিন ও উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরদার জেলা তথ্য অফিসার শাহাজাহান আলী প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের কথা স্কুল কলেজের শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষজনের কাছে তুলে ধরেন।