বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ১০:১৭ পূর্বাহ্ন
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি : তারিখ-২০.১১.১৯ইং
কুড়িগ্রামে জেলা তথ্য অফিসের আয়োজনে “সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক প্রচার কার্যক্রম সম্পর্কে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসন স্বপ্নকুঁড়ি সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন, জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা খায়রুল আনম, জেলা তথ্য অফিসার মো: শাহজাহান আলী, কুড়িগ্রামের প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু প্রমুখ। দেশের উন্নয়ন ও অর্জন সম্পর্কে দেশের জনগণকে সম্পৃক্ত করতে জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, আলেম, ইমাম ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।