বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০৮:৩১ অপরাহ্ন
জুয়াড়ির ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাবের তথ্য আইসিসিকে না জানানোয় দুই বছর জন্য নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। এই নিষেধাজ্ঞার ৪দিন পর দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে গেছেন তিনি।
রোববার সকাল দশটার দিকে রাজধানীর সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয়ে যান সাকিব। এ সময় গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি তিনি। তবে কি কারণে তিনি দুদক এসেছেন এ বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
দুদক কর্মকর্তা সূত্রে জানা যায়, সাকিব আল হাসান দুর্নীতি দমন কমিশনের (দুদক) শুভেচ্ছা দ‚ত। তাকে আইসিসির নিষেধাজ্ঞার পরে শুভেচ্ছা দূত হিসেবে রাখা হবে কিনা এই বিষয়ে সিদ্ধান্ত নিতেই আলোচনার জন্য দুদকে ডাকা হয়েছে। সূত্র বার্তা টুয়েন্টিফোর