রবিবার, ১১ এপ্রিল ২০২১, ০৬:২৩ অপরাহ্ন
গাইবান্ধা প্রতিনিধি:
চলতি বোরো মৌসুমে আবহাওয়া অনুকুলে থাকায় গাইবান্ধার সাঘাটা উপজেলায় বোরো ধানের নতুন জাত ব্রি-ধান ৮৪ এর বা¤পার ফলন হয়েছে। ফলে কৃষকদের ব্রি-ধান ৮৪ চাষে আগ্রহ বুদ্ধি পাবে। সাঘাটা উপজেলার বিশাল মাঠ জুড়ে শোভা পাচ্ছে ব্রি-ধান ৮৪ জাতের পাকা ধান। ইতোমধ্যে অনেক কৃষকগণ এই ধান কাটতে শুরু করেছে। জানা যায়, অন্যান্য বছরের তুলনায় এ বছর বোরো ধানের ফলন ভালো হয়েছে। কিন্তু যে পরিমাণ খরচ হয়েছে সে হিসেবে বাজারে দাম ভালো পেলে কৃষকের মুখ হাসি দেখা যাবে।
কিন্তু বাজারে এখন পর্যন্ত ধানের যে দাম রয়েছে তাতে ধান বিক্রি করে কৃষকরা উৎপাদন খরচই ঘরে তুলতে পারবে না। কৃষকরা আশা করছে পুরোপুরি ধানকাটা শেষ হয়ে গেলে পাইকাররা আসতে শুরু করলে ধানের মূল্য বৃদ্ধি পাবে। বুকভরা আশা নিয়ে অনেক কৃষক ধান কেটে ধান শুকিয়ে গোলায় মজুদ করে রাখতে শুরু করেছে। এ ব্যাপারে কৃষি বিভাগ সুত্রে জানা যায়, এ জাতের ধান রোপন করে ভালো ফলন পেয়েছে এবার সাঘাটার কৃষকরা।
উপজেলায় ১৩ হাজার ৯শত ৮৪ হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। বিশেষ করে জিংক সমৃদ্ধ নতুন জাত ব্রি-ধান ৮৪ রোপন করে অনেকেই ফলন ভালো পেয়েছে। এছাড়াও উফশী জাতের ব্রি-২৮, ২৯, ৫৮,ও ৮১ জাতের ধানের ফলন ভালো হয়েছে। সব মিলিয়ে উপজেলায় বোরো ধানের বা¤পার ফলন হয়েছে।