শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০২:১৪ পূর্বাহ্ন
গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় চলতি ইরি বোরো মৌসুমে ২৬ টাকা কেজি দরে ২ হাজার ১২০ মেট্রিক টন ধান ক্রয় করবে সরকার। উপজেলার দুটি খাদ্যগুদামের আওতায় এসব ধান ক্রয় করা হবে। উন্মুক্ত লটারির মাধ্যমে ২ হাজার ১২০ জন কৃষক নির্বাচন করা হয়েছে। গত ৭ মে বৃহ¯পতিবার দুপুরে সাদুল্লাপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নবীনেওয়াজ কৃষক নির্বাচন কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা কৃষি কর্মকর্তা খাজানুর রহমান, উপজেলা খাদ্য কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রভাষক আব্দুল জলিল সরকার,সাদুল্লাপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অনিমেষ কুমার সরকার প্রমুখ।