মুন্সী মেহেদী হাসান, সাভার প্রতিনিধি :
শিল্পাঞ্চল সাভার আশুলিয়ায় স্বল্প খরচে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে অক্সিজেন হেলথ কার্ড মার্কেটিং নামক স্বেচ্ছাসেবী সংগঠন মাঠ পর্যায়ে যাত্রা শুরু করেছে। মধ্যে স্বত্বভোগী , কমিশন বানিজ্য ও দালালদের দৌরাত্ম কমিয়ে সঠিক খরচে চিকিৎসা সেবা পাইয়ে দিতে এ উদ্যেগ গ্রহন করেছেন বলে জানান, স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক মো: রাকিবুল হাসান। সাভার আশুলিয়ার প্রায় ৫০ টি ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক ও হাসপাতাল এ হেলথ কার্ডধারী সকল রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হবে। কার্ড গ্রহিতাদের কমিশন ছাড়াই মূল বিলের উপর সর্বনিম্ন ১৫% থেকে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা প্রদান করবে। এ বিষয়ে অক্সিজেন হেলথ কার্ড মার্কেটিংয়ের উদ্যেক্তা মো: রাকিবুল হাসান সাংবাদিকদের জানান, বর্তমান সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণে সর্বাত্মক প্রস্তুতি গ্রহন করছেন। তার মধ্যে স্বাস্থ্য সেবা অন্যতম। আমি আওয়ামী যুবলীগের একজন সামান্য কর্মী হিসাবে চেষ্টা করছি চিকিৎসা খাতে সরকারের সুবিধাগুলো সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে। দালাল চক্ররা সাধারণ রোগিদের কাছ থেকে কৌশলে কমিশন আদায় করছে এর ফলে রোগীদের চিকিৎসা অনেকটা ব্যায়বহুল হয়ে পড়ছে। আমরা ক্ষুদ্র প্রচেষ্টায় স্বল্প আয়ের মানুষের জন্য সঠিক খরচে চিকিৎসা সেবা প্রদানের জন্য হেলথ কার্ডের ব্যাবস্থা করেছি। আমরা সম্পূর্ণ বিনামূল্য এ হেলথ কার্ড নিবন্ধন ও বিতরণ করছি। ১ জন ব্যবস্থাপক ও ৫ জন স্বেচ্ছাসেবক কর্মীদের নিয়ে সম্পূর্ণ অলাভজনক এ উদ্যেগটি গ্রহন করা হয়েছে। কোন প্রকার লাভ ছাড়াই জনসেবার উদ্দেশ্যে সাধারণ মানুষের মধ্যে চিকিৎসা সেবার সকল সরকারি সুযোগ সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও তাদের অধিকার সমূহ সঠিকভাবে প্রচার করতে আমারা এ উদ্যেগ গ্রহন করেছি। ভবিষ্যতে আমরা চেষ্টা করবো দেশব্যাপী এ উদ্যেগ ছড়িয়ে দিতে। যাতে করে সকল নাগরিক সঠিক ও স্বল্প খরচে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারে।