শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৩:৩৬ পূর্বাহ্ন
সাভার প্রতিনিধি :- সাভারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মিজানুর রহমানকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় মূল আসামি দেলোয়ার হোসেন দিলু ওরফে ইমনকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৪।শনিবার ভোর রাতে সাভারের দক্ষিণ রাজাশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।র্যাব-৪ জানায়, গত বছর ২৬ অক্টোবর রাজশাহী থেকে একটি যাত্রীবাহী বাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী দেলোয়ার হোসেন দিলু সাভারের শিমুলতলা এলাকায় ভোর রাতে নামেন। এ সময় একদল ছিনতাইকারী তাকে ছুরিকাঘাতে হত্যা করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায়। পরে নিহতের পরিবারের সদস্যরা সাভার মডেল থানায় মামলা দায়ের করলে শনিবার ভোর রাতে র্যাব তাকে গ্রেপ্তার করে। তাকে সকালে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।