মুন্সী মেহেদী হাসান,থানা প্রতিনিধি ঢাকা:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে ঢাকা-১৯ আসনের সংসদ ডাঃ এনামুর রহমানের নেতৃত্বে এক বিশাল মোটরবাইক শোডাউন, গণসংযোগ ও র্যালী অনুষ্ঠিত। উক্ত শোডাউনে সাভার ও আশুলিয়ার আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ এবং ছাত্রলীগসহ তার অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। মঙ্গলবার বিকালে সাভার থানা রোড থেকে এ শোডাউন শুরু হয়।
এরপরে শোডাউনটি আশুলিয়ার নবীনগর, বাইপাইল বাসষ্ট্যান্ড হয়ে জিরানী, জামগড়া, নরসিংহপুর, জিরাবো এবং আশুলিয়া বাজার প্রদক্ষিণ করে পরে সাভার থানা এলাকায় গিয়ে শেষ হয়।
এসময় আশুলিয়া থানা যুবলীগ কমিটির আহবায়ক মোঃ কবির হোসেন সরকার ও যুগ্ম-আহবায়ক মোঃ মঈনুল ইসলাম ভূইয়া এবং ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ নূরুল আমিন সরকারের নেতৃত্বে ইয়ারপুর যুবলীগের যুগ্ম-আহবায়ক মোঃ সোহেল সরকার, সোহেল মোল্লা এবং ওয়ার্ড যুবলীগ নেতা রিয়াজ পালোয়ান ও আমজাদ পলানসহ কয়েক হাজার নেতাকর্মী মটরবাইক শোডাউন নিয়ে এ গণসংযোগে যোগ দেয়।
এ শোভাযাত্রায় মাইকিং এর মাধ্যমে নৌকা মার্কায় ভোট দিয়ে আবার জয়যুক্ত করাসহ বর্তমান সরকারের উন্নয়ণমূলক কর্মকান্ড প্রচার করা হয়।
Leave a Reply