শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০৫:২৯ অপরাহ্ন
গাইবান্ধা জেলা প্রতিনিধি:
চিরনিদ্রায় শায়িত হলেন গাইবান্ধার সুন্দরগঞ্জের সাংবাদিক রাশিদুল আলম চাঁদ। সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে ১০ মে রবিবার সকাল সাড়ে ১০টা প্রথম জানাজা নামাজ ও সুন্দরগঞ্জ উপজেলা উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ গ্রামে নিজবাড়ীতে সকাল সাড়ে ১১টায় দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৫) বছর। তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক রাশিদুল আলম চাঁদ দৈনিক ইত্তেফাক পত্রিকার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা সংবাদদাতা ছিলেন। তিনি দীর্ঘদিন থেকে ডায়াবেটিস রোগে ভুগছিলেন। গত ৮ মে শুক্রবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।