মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০৬:৩২ অপরাহ্ন
গাইবান্ধা জেলা প্রতিনিধি:গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে শুকুর আলী (৩১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ২৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী গ্রামের এ ঘটনা ঘটে। নিহত শুকুর আলী লাল মিয়ার ছেলে। চাচা শহিদুলের সেচ মেশিন ঘরের ছিড়ে যাওয়া বিদ্যুতের তার সংযোগ দিতে গিয়ে অসাবধানতা বশত: বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহিল জামান বলেন এ ঘটনায় শুকুর আলীর বড় ভাই আতাউর রহমান থানায় একটি ইউডি মামলা করে।