Home / Home / সুযোগ দিবেন আনুশকা

সুযোগ দিবেন আনুশকা

আনুশকা শর্মা। বলিউডের কিং শাহরুখ খানের বিপরীতে অভিনয় দিয়ে বলিউডের এন্ট্রি হয় তার।  বলিউডে তার যাত্রাটাও ছিল একজন ‘আউটসাইডার’ হিসেবে। তবে বর্তমানে নায়িকার বাইরেও তিনি এখন একজন সফল প্রযোজক। চলার পথের সেই অভিজ্ঞতাই প্রযোজক হিসেবে শুধুমাত্র প্রতিভার কদর করতে শিখিয়েছে আনুশকাকে। এবার নতুন মুখদের সুযোগ দিবেন তিনি।

মাত্র ২৫ বছর বয়সে ভাই কর্ণেশ শর্মার সঙ্গে ‘ক্লিন স্লেট ফিল্মস’-এর জার্নি শুরু হয়েছিল আনুশকার। যা প্রথম থেকেই খুঁজে এনেছে নতুন প্রতিভাদের। পরিচালক প্রসিত রায় কিংবা স্ক্রিনরাইটার সুদীপ শর্মার উত্থানের নেপথ্যে রয়েছে আনুশকার সংস্থা।

আনুশকা বলেন, বলিউডে পা রাখার পর থেকে আমার নিজের জার্নিটা এতই ইন্টারেস্টিং, যে নিজের প্রোডাকশন হাউস খোলার আগে সেই শিক্ষাগুলো খুব ভাল করে মাথায় ঢুকিয়ে নিয়েছিলাম। পাশাপাশি এটাও চেয়েছিলাম যে, দেশের সেরা লেখক, পরিচালক, অভিনেতাদের সঙ্গে কাজ করব। নতুন নতুন ট্যালেন্ট খুঁজে বার করব।’

বলিউডে নেপোটিজম এবং তার জেরে ইনসাইডার- আউটসাইডার বিতর্ক প্রসঙ্গেই এমন মন্তব্য করেছেন আনুশকা।

সম্প্রতি তার প্রযোজিত ছবি ‘বুলবুল’ এবং ওয়েব সিরিজ ‘পাতাল লোক’ দুই নামী ওটিটি প্ল্যাটফর্ম কাঁপাচ্ছে। যেগুলির মাধ্যমে উঠে এসেছে একগুচ্ছ নতুন প্রতিভা।

নিউজটি লাইক দিন ও আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

About jahir

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

কিশোর বললো আমি আমার দেশে মরতে চাই, জানালেন এন্ড্রু’র স্ত্রী লিপিকা

সিঙ্গাপুরে টানা ৯ মাস চিকিৎসা নিয়ে দেশে ফিরলেও মরনব্যাধি ক্যানসার কিংবদন্তি সঙ্গীতশিল্পীকে ...