শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০৯:২৪ পূর্বাহ্ন
নোয়াখালী জেলার সূবর্ণচর উপজেলার ২ নং চরবাটা ইউনিয়নের তালতলী নামক স্হানে নোয়াখালীর মাইজদি -সোনাপুর জাতীয় মহা সড়কে এক মর্মান্তিক দূরর্ঘটনা ঘটে।
আজ বেলা আনুমানিক ১১ঃ১৪ মিনিট সময় চরবাটা ভূঞার হাট থেকে মাইজদির উদ্দেশে যাত্রা করে সিএনজিটি।
পথে তালতলী নামক স্হানে পৌছালে মাইজদি থেকে আসা লরী রাস্তা পার হওয়ার সময় ক্রসিং করতে গিয়ে সিএনজির উপর উঠে যায়। এতে ঘটনাস্হলে রাসেল নামে এক যুবক মৃত্যুবরন করেন। পরে স্হানীয় লোকজন সিএনজি থেকে অন্য যাত্রীদের বের করে হাসপাতাল নিয়ে যাওয়ার পথে আরো এক যুবকের মৃত্যু ঘটে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি,এন,পির কেন্দ্রীঢময় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য নোয়াখালী -৪ সদর-সূবর্ণচর আসনের এম,পি আলহাজ্ব শাহাজান নিহত ছাএ দল নেতা রাসেলের জানাযাতে অংশ গ্রহণ করবেন এবং তার পরিবারের সাথে সাথে সাক্ষাত করবেন বলে এম,পির মূখপাএ আজগর উদ্দিন দুখু জানান প্রতিবেদক কে।