শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০৯:২৮ অপরাহ্ন
করোনা প্রতিরোধে সরকার গৃহিত পদক্ষেপ বাস্তবায়নে স্থানীয় প্রশাসনকে সহায়তায় দেশের বিভিন্ন জেলায় সেনাবাহিনী মোতায়েন শুরু হয়েছে। মোতায়েন ও সমন্বয় শেষে বুধবার (২৫ মার্চ) থেকে সেনাবাহিনী পুরোপুরি তৎপর হবে। তবে এরই মধ্যে সেনাবাহিনী কোয়ারেন্টাইন নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করেছে ।
মঙ্গলবার (২৪ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
যে কোনো পরিস্থিতিতে কাউকে দেখে সন্দেহের উদ্রেক হলে কিংবা কোনো ব্যাক্তিতে পাঠানো জরুরি মনে হলে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ারেন্টিন নিয়ন্ত্রণ কেন্দ্রে ০১৭৬৯০৪৫৭৩৯ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করেছে আইএসপিআর।