সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৯:০৭ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স চরম হতাশার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
একই সঙ্গে ওপেনার সৌম্য সরকার ও লিটন কুমার দাসের টেস্ট সামর্থ্য প্রশ্নবিদ্ধ বলেও মন্তব্য করেন বিসিবি প্রধান।
আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে পরাজয়ের শঙ্কায় রয়েছে বাংলাদেশ। পঞ্চম দিনে জিততে হলে বাংলাদেশকে করতে হবে আরও ২৬২ রান, হাতে রয়েছে মাত্র ৪ উইকেট।
টেস্টে নবাগত আফগানিস্তানের বিপক্ষে অভিজ্ঞ বাংলাদেশের এমন শোচনীয় পারফরম্যান্সে ক্ষেপেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
পাপনের মতে চলমান টেস্টে বাংলাদেশের সব পরিকল্পনাই ভুল ছিল। এছাড়া সৌম্য ও লিটনদের পারফরম্যান্সকে প্রশ্নবিদ্ধ আখ্যা দিয়ে পাপন বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে দলের সব পরিকল্পনা ভুল ছিল, সৌম্য-লিটনদের টেস্ট পারফরম্যান্স প্রশ্নবিদ্ধ।’