শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৩:০৫ অপরাহ্ন
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধায় জ্বিনের বাদশা পরিচয়ে টাকা ও স্বর্ণ হাতিয়ে নেয়ার অভিযোগে নয়া মিয়া (২৮) ও সঞ্জয় দাস (৩০) নামে দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৫ নভেম্বর সোমবার সন্ধ্যায় গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি এলাকায় অভিযান চালিয়ে নয়া মিয়া ও সঞ্জয় দাস নামের দুই প্রতারককে গ্রেফতার করা হয়। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, নয়া মিয়া (২৮) ও সঞ্জয় দাস ব্যক্তি জ্বিনের বাদশা পরিচয়ে সোনা পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নয়ানী সাদেকপুর গ্রামের গৃহবধূ হেনা বেগমের কাছ থেকে ১ ভরি সোনা নেন। প্রতারকদের কথামতো দুই দিন অপেক্ষার পর ঘরের মাটি খুঁড়ে সোনা না পাওয়ায় ওই গৃহবধূর সন্দেহ হয়। তিনি সোমবার বিকালে দুই প্রতারকের বাড়িতে গিয়ে তার দেয়া সোনা ফেরত চান। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে হেনা বেগম গাইবান্ধা সদর থানায় এসে পুলিশকে বিষয়টি অবহিত করেন। পুলিশ সন্ধ্যায় অভিযান চালিয়ে ১ ভরি সোনাসহ নয়ন মিয়া ও সঞ্জয় দাসকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করে।তাদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।