মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০৪:৫০ পূর্বাহ্ন
জিম্বাবুয়ের হয়ে ব্যাটিং উদ্বোধন করেন প্রিন্স মাসভাউরে ও কেভিন কাসুজা। ইনিংসের শুরুতেই জিম্বাবুয়েকে চেপে ধরে বাংলাদশের বোলাররা। প্রথম ছয় ওভারে কোনো রানই নিতে পারেননি মাসভাউরে-কাসুজা। সপ্তম ওভারের প্রথম বলে চার মেরে রানের খাতা খোলেন মাসভাউরে।
পরের ওভারেই ব্রেক থ্রু এনে দেন আবু জায়েদ রাহী। ২৪ বলে ২ রান করা কেভিন কাসুজাকে স্লিপে নাঈম হাসানের তালুবন্দি করেন রাহী। কাসুজার বিদায়ের মাসভাউরের সঙ্গে দেখেশুনে খেলতে শুরু করেন অথিনায়ক ক্রেইগ আরভিন।
বাংলাদেশের বোলারদের আর কোনো সুযোগ না দিয়ে রক্ষণাত্মকভাবে খেলতে থাকেন তারা। ৩০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৮০ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে সফরকারীরা। ৯৪ বলে ৪৫ রানে ব্যাট করছেন মাসভাউরে। অপরপ্রান্তে ৬২ বলে ২৬ রানে অপরাজিত আছেন অধিনায়ক ক্রেইগ আরভিন।