মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৪:০১ পূর্বাহ্ন
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি : তারিখ-২০.১১.১৯ইং
সড়ক পরিবহণ মালিক-শ্রমিকের অঘোষিত পরিবহণ ধর্মঘট সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও শুরু হয়েছে। বুধবার দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত এ ধর্মঘট পালন করতে দেখা গেছে জেলার মটর মালিক ও শ্রমিক সংগঠনগুলোর নেতৃবৃন্দকে। তবে পুরোপুরি ধর্মঘট ডেকেছেন কিনা তা কেউ নিশ্চিত করে বলেননি।এদিকে,পরিবহণ ধর্মঘটের সিদ্ধান্ত না থাকায় কুড়িগ্রামের ঢাকা রুটের ডে কোচসহ রংপুরগামী বাস সকাল ৯টা থেকে গেলেও তা রংপুরে গিয়ে শ্রমিকদের বাঁধার মুখে পড়ে। তাছাড়া রাতে যেসব নাইট কোচ ঢাকা যাওয়ার কথা তাও এ অঘোষিত ধর্মঘটে অনিশ্চয়তায় পড়েছে। ফলে বুধবার দুপুর গড়িয়ে গেলেও বিকেল পর্যন্ত কোন বাস চলাচল না করায় এবং রাতে নাইট কোচ না যাওয়ার কারনে মারাতœক ভোগান্তিতে পড়েছেন দুর দুরান্তে যাতায়াত করতে আসা অনেক যাত্রী। কুড়িগ্রামের চিলমারী থেকে আসা যাত্রী সোলায়মান আলী জানান, সকাল ৮টায় কুড়িগ্রামে জেএস পরিবহণে এসেছি ডে কোচে ঢাকা যাব। অনেক গাড়ি সকালে প্রতিদিনের ন্যায় ছাড়লেও তা ফিরে আসছে জেনে আর ডে কোচে ঢাকা যেতে পারিনি। ফলে বুধবার রাত কাটাতে হচ্ছে কুড়িগ্রামের আবাসিক হোটেলে। এদিকে, এ ধর্মঘটের কারনে কুড়িগ্রামের মানুষ অস্বস্তিতে পড়েছেন। বাইরে কেউ কোথাও যাওয়ার সাহস করছেন না। বুধবার সকাল থেকে বাস টার্মিনাল ঘুরে ও বিভিন্ন ঢাকাগামী ডে কোচ ও নাইট কোচের বাস স্ট্যান্ডে গিয়ে দেখা যায় কোন বাস চলাচলের সম্ভাবনা নেই। অন্যদিকে, বাস শ্রমিকদের অনেকেই পরিবহণ আইন বাতিলের দাবিতে স্বোচ্ছার হয়েছেন বলে জানান। এ অঘোষিত পরিবহণ ধর্মঘটে বন্ধ রয়েছে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান চলাচল। এ ব্যাপারে মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: লুৎফর রহমান জানান, আমরা কোন ধর্মঘটের ডাক দেইনি। জানিওনা কে বা কারা ডাক দিয়েছেন। তবে বাসস্ট্যান্ডে গিয়ে জানি যে শ্রমিকরা জানান, গাড়ি চালামুনা ফাঁসি কাষ্ঠে ঝুলমুনা। এদিকে, কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম জানান, এটি কেন্দ্রীয় সিদ্ধান্তের ব্যাপার। স্থানীয় মটর মালিক ও শ্রমিক পক্ষের সাথে কথা বলা হলেও এ সমস্যার সমাধান কেন্দ্রীয়ভাবেই আসবে।