মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০৪:০৫ পূর্বাহ্ন
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ৩০ জন শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ উঠেছে। শিক্ষার্থীরা জানায়, হাতের লেখা সুন্দর না হওয়ায় প্রধান শিক্ষক জহুরুল ইসলাম তাদের বেধড়ক লাঠিপেটা করেছে। এছাড়াও পেটানোর পর বাড়িতে অভিভাবককে না জানানোর হুমকি দেন ওই প্রধান শিক্ষক। গত ১মার্চ রবিবার ঘটনাটি জানাজানি হলে ক্ষুব্ধ অভিভাবকরা বিদ্যালয় অফিস ঘেরা করে অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করেন। গত ২৭ ফেব্রæয়ারি বৃহ¯পতিবার বিদ্যালয় চলাকালীন শিক্ষার্থীদের হাতের লেখা সুন্দর না হওয়া এবং টিফিন বক্স ও পানির পট না আনার অপরাধে ফাঁসিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম ক্ষিপ্ত হয়ে পঞ্চম শ্রেণির ৩০ জন শিক্ষার্থীকে লাঠি দিয়ে বেধড়ক পেটায়। অভিভাবকরা জানায়, প্রথমে শিশুরা ভয়ে ঘটনাটি প্রকাশ করেনি। পরে আমরা ঘটনাটি জানতে পেরেছি। অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয়ের অফিস ঘেরাও করে অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করেন। প্রধান শিক্ষক জহুরুল ইসলাম বলেন, ৩০ জন শিক্ষার্থীকে আমি মারিনি। মারার ঘটনাটা ভিন্নভাবে উপস্থাপন করছে একটি পক্ষ। শিক্ষার্থীদের ভুল-ক্রুটি সংশোধনের জন্য শাসন করেছি। গোবিন্দগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমজান আলী বলেন বিদ্যালয় অফিস ঘেরাও এর খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। অনাকাক্সিক্ষত এ ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।