রবিবার, ১১ এপ্রিল ২০২১, ০৬:৩০ পূর্বাহ্ন
দেওয়ান নাঈম, হালুয়াঘাট প্রতিনিধি:
‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় গতকাল রবিবার সকালে হালুয়ঘাট উপজেলায় জাতীয় বীমা দিবস উদযাপন উপলক্ষ্যে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়।উপজেলা প্রশাসনের আয়োজনে বীমা দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট ও ধোবাউড়ার স্থানীয় সাংসদ জুয়েল আরেং,বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ফকির,মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ঘোষ,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কবিরুল ইসলাম বেগ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রশিদ,পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, থানা তদন্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকসহ আরো অনেকেই। সভায় এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও উপজেলার বিভিন্ন বীমার সদস্য বৃন্দ। আলোচনা সভায় ছয়টি বীমা কম্পানি প্রতিনিধিরা বক্তব্য রাখেন এতে সাধারন বীমা গ্রাহকরা উপস্থিত ছিলেন।