৫:২৯ অপরাহ্ণ, অক্টো ১১, ২০১৮ |জহির হাওলাদার
134 Views
স্টাফ রিপোর্টার:
হাস্যউজ্জ্বল ব্যক্তিত্ব ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, হাসি মানুষের শরীর ও মনকে উজ্জীবিত রাখে। সুস্থ-সবল দেহ ও মনের জন্যে সর্বদা হাসি খুশি থাকা প্রয়োজন। হাসি মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যতা ও আন্তরিকতা বৃদ্ধি করে। তিনি আরো বলেন, সকলের সাথে হাসি মুখে কথা বলার মাধ্যমে খুবই সহজে জনপ্রিয়তা লাভ করা সম্ভব। তিনি আরো বলেন, সর্বাবস্থায় সন্তুষ্ট থাকার মাধ্যমে সর্বদা হাসি খুশি থাকা সম্ভব। বিশ্ব হাসি দিবস-২০১৮ উপলক্ষে হাস্যউজ্জ্বল ফোরাম (হাউফো) এর উদ্যোগে গত শুক্রবার (৫ অক্টোবর ২০১৮ ইং) বিকালে বাংলাদেশ প্রেস কাউন্সিল চত্বরে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাউফো’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আল আমিন শাওন এলএল.বি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, হাস্যউজ্জ¦ল ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সামসুল হক খান। বিশেষ অতিথি ছিলেন, রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন আরজেএফ’র চেয়ারম্যান এসএম. জহিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, হাউফো’র মহাসচিব কবি ফাতেমা ইসলাম ও সাংগঠনিক সম্পাদক জেসমীন নূর প্রিয়াংকা সহ হাউফো’র বিভিন্ন নেতৃবৃন্দ। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
১নং ছবির ক্যাপশন:
বিশ্ব হাসি দিবস উপলক্ষে হাস্যউজ্জ্বল ফোরাম (হাউফো) আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন, হাস্যউজ্জ্বল ব্যক্তিত্ব লায়ন মোঃ গনি মিয়া বাবুল।
৮:৩০ পূর্বাহ্ণ, ফেব্রু ২৩, ২০১৯
৮:২৮ পূর্বাহ্ণ, ফেব্রু ২৩, ২০১৯
৬:৪০ অপরাহ্ণ, ফেব্রু ২২, ২০১৯
৬:৩৪ অপরাহ্ণ, ফেব্রু ২২, ২০১৯
১২:৫৩ অপরাহ্ণ, ফেব্রু ২২, ২০১৯
৯:০৪ পূর্বাহ্ণ, ফেব্রু ২১, ২০১৯
১১৫/২৩, মতিঝিল, আরামবাগ, ঢাকা - ১০০০ | ই-মেইলঃ dsangbad24@gmail.com | যোগাযোগ- 01813822042 , 01923651422
Leave a Reply