সোমবার, ১২ এপ্রিল ২০২১, ০৫:৫০ পূর্বাহ্ন
মঙ্গলবার রাতে উপজেলার নবীপুর ইউপিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- ওএমএস চাল বিতরণ কর্মসূচির ডিলার মো. শাহজাহান সাজু ও তার সহযোগী ইসমাইল হোসেন খান।
সেনবাগ থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, ১০ টাকা কেজির চাল বেশি দামে বিক্রি ও আত্মসাৎ করা হচ্ছে এমন অভিযোগ করেন ভুক্তভোগীরা। পরে নবীপুর ইউপিতে অভিযান চালান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হেমালিকা চাকমা। এ সময় ওএমএস-এর ১৫ বস্তা চাল ও তিনটি খালি বস্তা উদ্ধার করা হয়। পরে অভিযুক্ত ডিলার শাহজাহান ও তার সহযোগী ইসমাইলকে আটক করা হয়।