সোমবার, ০৮ মার্চ ২০২১, ১১:৪৭ অপরাহ্ন
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার ঘাঘোয়া ইউনিয়নের রুপার বাজার এলাকায় অবস্থিত তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর তুলনায় দেখা দিয়েছে শিক্ষক সংকট। যার কারণে কাঙ্খিত পর্যায়ে পৌঁছে না শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম। মনোরম পরিবেশে বিদ্যালয়টির উত্তর পাশে দোতলা একটি সুন্দর ভবন। এর সঙ্গেই রয়েছে বন্যা উপযোগী উঁচু করে করা সুদৃশ্য দু’টি পরিচ্ছন্ন শৌচাগার। পূর্বের দিকে বিদ্যালয় মাঠের পর খোলামেলা সবুজ আর সবুজ। দক্ষিণ পাশটায় একটি পুকুর আর পশ্চিমে ছাদ পেটানো একটি ভবন। দুর্গম অঞ্চলের মনোরম পরিবেশে শিক্ষার্থীদের হৈ-হুল্লোড়। কেউ বারান্দায়, কেউ মাঠে এলোমেলো হয়ে ঘোরাঘুরি করছে। এতে বোঝা যায় ওই শ্রেণী কক্ষে শিক্ষক নেই। বিদ্যালয় সূত্রে জানা যায়, এই বিদ্যালয়ে প্রাক প্রাথমিক থেকে ৫ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী ৪০৫ জন। বিপুল পরিমাণ শিক্ষার্থীদের পাঠদানের জন্য প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষক আছে মাত্র ৫ জন। পিওন কাম প্রহরী পদে আছেন একজন। একজন শিক্ষক প্রশিক্ষণে গেছেন দেড় বছরের জন্য। প্রধান শিক্ষক দাপ্তরিক কাজে ব্যস্ত থাকেন। চাইলেও নিয়মিত ক্লাস নিতে পারেন না। আর বাকি তিন শিক্ষককে সব ক্লাস। এর মধ্যে একজন শিক্ষক মাতৃত্বকালীন ছুটিতে যাবেন আগামী ২৩ অক্টোবর। এভাবেই শিক্ষক সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে শতকরা ৮৫ ভাগ উপস্থিতি স¤পন্ন বরাবর ভালো ফলাফল করে আসা বিদ্যালয়টি। ক্লাসে পাঠদান চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন শিক্ষকরা। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদা আখতার বলেন, এই বিদ্যালয়ে ৮ জন শিক্ষকের বিপরীতে ৩টি শিক্ষকের পদ শুন্য রয়েছে। ৫ জন শিক্ষকের মধ্যে রুকসানা ইসলাম প্রশিক্ষণে আছে। এতে বিদ্যালয়ের প্রশাসনিক কাজ ও পাঠদান ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি এনামুল হক সরকার বলেন শূন্যপদ পূরণের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে অবহিত করার পরেও সমস্যার সমাধান হয়নি। জেলা শিক্ষা কর্মকর্তা হোসেন আলীর বলেন, তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যাপারটি আমার নজরে এসেছে। ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ হলেই সেখানে নতুন শিক্ষক দেয়া হবে।