মামুনুর রশিদ
করোনাকালীন দুর্যোগের সময়ে স্বপ্নসিঁড়ি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন এর পক্ষ থেকে ৫৫ টি অস্বচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
রবিবার (১০ মে) ১ম ধাপে স্বপ্নসিঁড়ি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন এর পক্ষ থেকে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কয়েকটি এলাকায়
কর্মহীন মানুষের মাঝে এই বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। ১ম ধাপ শেষে দ্বিতীয় ধাপের জন্য প্রস্তুতি শুরু করেছে স্বপ্নসিঁড়ির সদস্যরা।
এই প্রসঙ্গে, সংগঠনটির সভাপতি আল আমিন হুসাইন হৃদয় বলেন, মহামারী করোনা ভাইরাস আমাদের জীবন যাত্রাকে ব্যাহত করেই চলেছে। বিভিন্ন এলাকায় লকডাউন, সীমিত আকারে দোকান খোলার নির্দেশ, দিনমজুর মানুষদের মিলছে না কাজের সন্ধান। সাধারণ মানুষ বাসায় জিম্মি। দেশের এই ক্রান্তিলগ্নে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন সরকার, বিভিন্ন পেশাজীবী মানুষ, ডাক্তার, পুলিশ, মানবিক মানুষ এবং সেচ্ছাসেবী সংগঠন।
স্বপ্নসিঁড়িও এর ব্যতিক্রম নয়।প্রচারমুখী কর্মসূচি, স্বেচ্ছাশ্রম ও দরিদ্র মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি উপহার কর্মসূচি পরিচালনা করছে।
বিত্তবানরা এগিয়ে আসলে, সুষম বন্টনের মাধ্যমে ক্ষুধার্ত মানুষগুলোর ক্ষুধা নিবারণ করা সম্ভব হবে।
উল্লেখ, স্বপ্নসিঁড়ি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন একটা শিক্ষামূলক সামাজিক সংগঠন।