মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৮:২৮ পূর্বাহ্ন
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার বোনারপাড়া রেলজংশন স্টেশন থেকে দিনাজপুরগামী রামসাগর ট্রেনটি ৭ বছর ধরে বন্ধ থাকায় যোগাযোগে ভোগান্তি সৃষ্টি হয়েছে এ অঞ্চলের মানুষের। স্বল্প সময়ে এলাকাবাসীর রংপুর ও দিনাজপুর যাতায়াতের একমাত্র এ বাহনটি চালুর জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করা হলেও কোন কর্ণপাত করছে না রেলকর্তৃপক্ষ। জানা যায়, ২০১০ সালে রামসাগর ট্রেনের যাত্রা শুরু করে রেল কর্তৃপক্ষ। গাইবান্ধা জেলার সাঘাটা, ফুলছড়ি ও গোবিন্দগঞ্জ উপজেলা ছাড়াও জামালপুর জেলার কয়েকটি উপজেলার মানুষও এ ট্রেনের উপর নির্ভর করে ব্যবসা বাণিজ্য করত। বোনারপাড়া রেলস্টেশন থেকে প্রতিদিন সকাল ৬টায় ট্রেনটি দিনাজপুরের উদ্দেশ্যে যাত্রা করত। গাইবান্ধা, কামারপাড়া, নলডাঙ্গা, বামনডাঙ্গা, চৌধুরানী, পীরগাছা, কাউনিয়া রেল স্টেশনের পার্শ্ববর্তী এলাকার মানুষ নিরাপদে এবং স্বাচ্ছন্দে যাতায়াত করতে পারত এ ট্রেনে। দিনাজপুর শিক্ষা বোর্ড হওয়ায় প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ তাদের দাপ্তরিক কাজে দিনাজপুর গিয়ে কাজ সেড়ে আবার বাড়ি ফিরে আসার সুযোগ পেত। এতে আর্থিক ব্যয় কম হত। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নিয়ে স্বাচ্ছন্দে যাতায়ত করতে পারত এসব এলাকার মানুষ। কিন্তু ২০১১ সালে রহস্যজনক ভাবে রেলকর্তৃপক্ষ ট্রেনটি বন্ধ করে দেয়। এতে যাত্রীদের মধ্যে দুর্ভোগ নেমে আসে। ক্ষোভ জানিয়ে রংপুরগামী যাত্রী গৌতম চন্দ্র মোদক বলেন এলাকাবাসী দীর্ঘদিন ধরে রেলকর্তৃপক্ষকে জানিয়ে আসলেও কোন কাজ হচ্ছে না। রামসাগর ট্রেনটি চালুর হওয়ায় পর আমরা সহজেই, অল্প খরচে যাতায়াত করতে পারতাম। এতে আমাদের অর্থ ও সময় দুটোই সাশ্রয়ী হতো। কিন্তু দীর্ঘদিন ধরে ট্রেনটি বন্ধ রয়েছে। এলাকাবাসী দ্রুত ট্রেনটি চালুর দাবি জানান। বোনারপাড়া রেল ষ্টেশন মাষ্টার হুমায়ুন কবির বলেন, আসলে ট্রেনটি বন্ধের সিদ্ধান্ত রেল কর্তৃপক্ষের।