শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৬:৫৮ অপরাহ্ন
নারী নির্যাতন নিয়ে কাজ করছি আজ প্রায় ১ বছর। প্রতিদিনই এক দুইটা কেস আসে আমার চেম্বারে। আজকের কেইস টা একটু ভিন্ন। পুরুষ নির্যাতনের কথা শুনেছেন এর আগে? জি শুনে থাকবেন। কারন ৯০ শতাংশ পুরুষই নারী দ্বারা নির্যাতিত। আমার সামনে বাচ্চাদের মত কাঁদতে থাকা মানুষটি কে সান্ত্বনা দেয়ার ভাষা খুজা অনেক বেশি কঠিন মনে হচ্ছিলো। ফুটফুটে দুইটি বাচ্চার বাবা যখন তার স্ত্রীর অত্যাচারের বিবরণ দিচ্ছিলো মেয়ে হিএবে নারী হিসেবে নিজেকে খুব তুচ্ছ মনে হয়েছে। অধিকার নারীর যেমন আছে, তেমনি পুরুষেরও আছে। কিন্তু অনেকেই লজ্জায় মুখ ফুটে বলতে পারেন না। এক্ষেত্রে আমি চাই আইনিগত ভাবে পুরুষদের নির্যাতনের আইন পাশ করা হোক। অনেক পুরুষ বেঁচে যাবে।