বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ০২:২০ পূর্বাহ্ন
মো. সুমন মৃধা দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি\ পটুয়াখালীর দুমকিতে লবনের সংকটের গুজবে দ্বিগুণ দামে বেচা-কেনার হিড়িক পড়েছে। অপর দিকে সংকট আতংকে সাধারণ মানুষের মাঝে লবন কেনার ভীড় লেগে গেছে। অবশ্য প্রশাসনের পক্ষ থেকে গুজবে কান না দিতে জনসাধরনকে আহবান জানিয়ে বেশী দামে বিক্রি করলে কঠর হুশিয়ারি জারি করেছে।
গতকাল সোমবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা শহরের নতুন বাজারসহ প্রত্যন্ত হাট-বাজারে লবনের সংকটের গুজব ছড়িয়ে পড়ে। এতে সংকটের আশংকায় সাধারন মানুষের মাঝে লবন সংগ্রহের হিড়িক পড়ে যায়। সাধারণ ক্রেতারা সবাই লবনের দোকানে ভীড় জমায়। এ সুযোগে কতিপয় লবন ব্যবসায়ী অতিরিক্ত দামে (৩৫টাকার লবন ৬০টাকা) বিক্রি শুরু করে। বিকেল ৫টা নাগাত স্টক শেষ হয়ে যাওয়ায় খচরা বিক্রেতারা বেচা বিক্রি বন্ধ করে দেয়।
সরেজমিন, পিরতলা বাজার ও নূতন বাজার এলাকায় মানুষের মুখে মুখে লবন সংকটের আশংকা শোনা গেছে। লোক দোকানে ভীড় করছে লবন কেনার জন্য।
দুমকি থানা অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান পথ সভা করে এবং লবন এর সংকট একটি গুজব বলে জনসাধারনকে এই গুজবে কান দিবেন না বলে অবহিত করেন।