শনিবার, ০৬ মার্চ ২০২১, ০৮:৪৩ পূর্বাহ্ন
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সংসদ সদস্যের স্বাক্ষর জাল করার অভিযোগে আব্দুল করিম মন্ডল (৪৯) নামে এক মাদ্রাসার সুপারকে আটক করেছে পুলিশ। গত ২০ নভেম্বর বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা উপজেলার কামালের পাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আব্দুল করিম মন্ডল সাঘাটা উপজেলার শাহবাজার গ্রামের মৃত আবুল কাশেম মন্ডলের ছেলে। তিনি বালুয়া তমিজউদ্দীন আহম্মাদীয়া দাখিল মাদ্রাসার সুপার। গোবিন্দগঞ্জ থানার সুত্রে জানা যায়, মাদ্রাসা সুপার আব্দুল করিম মন্ডল ফরমান আলী নামে এক ব্যক্তিকে বালুয়া তমিজউদ্দীন আহম্মাদীয়া দাখিল মাদ্রাসার সভাপতি বানানোর লক্ষ্যে গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরীর প্যাড, স্বাক্ষর, সিল জাল করে কমিটি গঠন করে তা মাদ্রাসা বোর্ডে প্রেরণ করেন। পরে বিষয়টি জানতে পেরে খায়রুল আলম বাদী থানায় সুপারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে তাকে আটক করে আদালতে পাঠানো হয়।