বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০১:৫৯ পূর্বাহ্ন
প্রেস রিলিজ—-
ঐতিহ্যবাহী সিটি ল’ কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী নবীন শিক্ষার্থীদের “বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ” এ যোগদান উপলক্ষে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এ্যাডঃ মোঃ জিয়াউল হক চৌধুরী বাবুর ঢাকা জজকোর্ট চেম্বারে বৃহষ্পতিবার বিকেলে সৌজন্য সাক্ষাত ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় নবীনদের শুভেচ্ছা জানিয়ে মুজিব আদর্শে অনুপ্রানিত হয়ে সংগঠনকে আরো গতিশীল করতে প্রয়োজনীয় দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ জিয়াউল হক চৌধুরী বাবু।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক চৌধুরী তানভীর আহম্মেদ, সিটি ল’ কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম-সাধারন সম্পাদক শহীদুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ ও সিটি ল’ কলেজ ইউনিটের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন স্বপন, ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক হাসান ইমাম মাসুম, বাবলু মোল্লা ও ইমন শিকদার প্রমূখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীন শিক্ষার্থী রাকিব, আমিনুল, রাসেল, হিমেল, রোমান, ফাতেমা, রানী, ফারিয়া, রেবেকা, শাকিলা, মুকেশ সহ আরো অনেকে। শেষে সকলের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ জিয়াউল হক চৌধুরী বাবু।