নির্ঘুম চোখ তোমায় খুঁজে ফেরে
অপলক দৃষ্টি কোথাও আর নাহি পরে,
জীবনের বাঁকে বাঁকে জলধারার মোহনা
অস্তিত্ব জুড়ে কেবলই কল্পনার ললনা।
বুকের উপর একখণ্ড বিশাল পাথর
গতিহীন স্রোতস্বিনী নদী স্বপ্নময় বালুচর,
অজানার ক্রোশ ধরে সীমাহীন গন্তব্য
পৃথিবীজুড়ে ছড়িয়ে দেব আমার প্রেমকাব্য।
জলহীন ঝর্ণাধারার – শুনি নাম না জানা চিৎকার!
অব্যক্ত কথাগুলো বলছে ওরা বুক জুড়ে হাহাকার,
পাহাড়ের বিশালতা মাঝে সাগরের কঠোরতা
মন, মস্তিষ্কে কেবলই তুমি – এটাই আমার অবাধ্য ভালবাসার স্বার্থকতা।
রাত নামে দিন চলে যায় স্বপ্নচারিতার ডানায়
উড়ে বেড়াবো সারাক্ষণ নতুন ভোরের আভায়,
হৃদ ক্যানভাসে আঁকা ছবি থাকুক বুক জুড়ে
সে আসবেই একদিন স্বপ্নের কুঁড়েঘরে ।।
সাফাত বিন ছানাউল্লাহ্
কবি, প্রাবন্ধিক
সদস্য : চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র (সিএইচআরসি)
সাতবাড়ীয়া, চন্দনাইশ, চট্টগ্রাম