লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি\ দূর্ঘটনা দূর্যোগ সবার আগে সবার পাশে এই আলোকে জামালপুরের ইসলামপুরে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপিত হয়েছে। ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশন আয়োজনে বুধবার সকালে ফায়ার মহরার মধ্য দিয়ে এই দিবসটি উদযাপন করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিস ইসলামপুরের স্টেশন অফিসার আঃ গনির সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। বিশেষ অতিথির উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.জামাল আব্দুন নাছের বাবুল,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান,ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন,রোজিনা আক্তার চায়না,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মজিবর রহমান শাহজাহান বক্তব্য রাখেন।
এতে প্যানেল মেয়র অংকন কর্মকার,কাউন্সিলন মোহন মিয়া,কুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন সহ ফায়ার সার্ভিস সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল ফায়ার সার্ভিসের আরেকটি নতুন গাড়ির উদ্বোধন করে,গাড়িটি পর্যবেক্ষনে জন প্রতিনিধিদের নিয়ে পৌর শহর ঘুরে দেখেন।

ইসলামপুরে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন এমপি ফরিদুল হকের আরো একটি গাড়ীর উদ্ভোধন
Please follow and like us: