এমপি প্রতিনিধি মোহাম্মদ আদনান চৌধুরীর উদ্যেগে লক্ষ্মীপু্র প্রেসক্লাবের উন্নয়নে আর্থিক সহযোগিতা প্রদান—–
মানবিক রাজনীতির রূপকার মানবিকতার স্বপ্নদ্রষ্টা মাননীয় এমপি সেলিনা ইসলাম (সিআইপি) লক্ষ্মীপুর প্রেসক্লাবের সার্বিক উন্নয়নের জন্য নগদ অর্থ তুলে দেন প্রেসক্লাবেরর সাধারণ সম্পাদক সায়েদুল ইসলাম পাবেলের হাতে। এ সময় আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলার জননন্দিত চেয়ারম্যান সালাহউদ্দিন টিপু ও লক্ষ্মীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ শহিদ ইসলাম (পাপুল) মহোদয়ের প্রতিনিধি মোহাম্মদ আদনান চৌধুরী।

এমপি প্রতিনিধি মোহাম্মদ আদনান চৌধুরীর উদ্যেগে লক্ষ্মীপু্র প্রেসক্লাবের উন্নয়নে আর্থিক সহযোগিতা প্রদান–
Please follow and like us: