মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ১০:২৩ পূর্বাহ্ন
ডোমারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
গোপাল চন্দ্র রায়-ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ “সচেতনতা,প্রস্তুতি ও প্রশিক্ষণ,দূর্যোগ মোকাবেলার সর্বোত্তম উপায়” এই প্রতিপাদ্যে নীলফামারীর ডোমারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার(৬ নভেম্বর)সকালে সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।ডোমার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন অফিসার(ভারপ্রাপ্ত)ফরহাদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমা। বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,উপজেলা পরিসংখ্যান অফিসার আব্দুল বারী প্রমূখ। এর আগে জাতীয় ও ফায়ার সার্ভিসের দলীয় পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ। শেষে আগুন নিভানোর আধুনিক যন্ত্রাপাতি পরিদর্শন ও ব্যানার ফেস্টুন সহকারে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।