।।ইউরোপে স্যাটেল হওয়ার একটা পদ্ধতি দেই।।
আপনি ইউরাপে আসবেন। আপনার বয়স যখন ৪০/৪৫ উর্ধ্বো হবে তখন এখানকার কোন ৩৫-৪৬ বছর বয়স্ক সিঙ্গেল অথবা ডিভোর্সী মহিলার প্রেমে পড়বার চেষ্টা করবেন।
তবে সেই মহিলার বাচ্চা না থাকলে ভাল হয়।
এই বয়সের মহিলাদের পিছনে কিছুদিন ঘুরলেই ওরা আপনার প্রস্তাবে রাজী হয়ে যায়।
কারণ ওরা চরম একাকিত্বে ভুগে। আবার অল্প বয়সী মেয়েরা আপনাদেরকে পাত্তা দিতে চায় না।
এই বয়সের মহিলাদের সাধারণত নিজের বাড়ী, গাড়ী, ব্যবসা প্রতিষ্ঠান থাকে।
তারা চায় একজন স্টেবল জীবন সঙ্গী।
আপনি এই সুযোগটা নিতে পারেন।
অপরদিকে অল্প বয়সী মেয়েদের সাথে প্রেম করতে পারলেও বিয়ে করাটা অনেক কঠিন কাজ। আর তারা টাকার পাগল।
অন্যদিকে মধ্যবয়স্ক মহিলারা আপনাকে ভালোবাসলে আপনার জন্য সব কিছু করবে। কিন্তু সেক্ষেত্রে নিজেকে সৎ হওয়া জরুরী বলে মনে করি। এদের সাথে প্রতারণা করাটা কোনভাবেই ঠিক না।
আর সবচেয়ে বড় কথা ইউরোপের ৪০ বছরের একজন মহিলা বাংলাদেশের ২৬ বছরের একজন মেয়ে থেকে অনেক ভালো।
আপনি যদি আমার কথা দগুলো মেনে চলতে পারেন তাহলে জীবনে, বাড়ী, গাড়ী, ব্যবসা-বাণিজ্য, ভোগ বিলাস আর সুখ-সম্পত্তি সবই পাবেন।
তবে এর জন্য আপনাকে অবশ্যই একটু হ্যান্ডসাম ও স্বাস্থ্যবান হতে হবে। খারাপ চেহারায় প্রেম করা সহজ না। ইউরোপের খাবার ২ মাস পেটে ঠিক মত পড়লে স্বাস্থ্য এমনিতেই ঠিক হয়ে যাবে বলে আমি মনে করি।
আসুন আমরা একটি নতুন অভিযানে নামি।
ইউরোপে আমাদের বাংলাদেশের কমিউনিটিটাকে সবচেয়ে বড় এবং শক্তিশালী করে গড়ে তুলি।
তবে একটা অনুরোধ ভাই, যাই করেন না কেন, ২ নাম্বারী করবেন না প্লিজ।
পোস্টটা মজা করার জন্য করি নি। জীবনে কিছু করে নিজের পরিবারকে দেখান। ইউরোপ এতো সহজ না। সাপোর্ট না থাকলে নিজের পায়ে দাঁড়ানো তো দূরের কথা কারো জন্যই কিছু করতে পারবেন না। তাই কিছু করেন। নিজের পরিবারের মানুষগুলোকে সুখে রাখুন
সবার প্রতি শ্রদ্ধা ও ভালবাসা রইলো।