রবিবার, ১১ এপ্রিল ২০২১, ০৬:৪০ পূর্বাহ্ন
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি : তারিখ-০৯.০১.২০ইং
অনলাইনে শতভাগ স্কাউটস মেম্বারশীপ ও ইউনিট রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হওয়ায় কুড়িগ্রামকে বাংলাদেশের প্রথম স্কাউটস জেলা হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। বুধবার বিকেল সাড়ে ৫টায় জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে উদ্গীরণ মঞ্চে আনুষ্ঠানিকভাবে এ ঘোষনা দেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও সাবেক মূখ্য সচিব মোঃ আবুল কালাম আজাদ। এসময় জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন’র সভাপতিত্বে অন্যান্যের বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস এর সাবেক সিনিয়র সচিব ও জাতীয় কমিশনার (আইসিটি) মোঃ মাহফুজুর রহমান, রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম, অতিরিক্ত সচিব আখতারুজ্জামান খান, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, সামিউল হক নান্টু, জেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ। দিনব্যাপি নানা আয়োজনে ৯ উপজেলার স্কাউটস সদস্য প্রতিনিধিরা এ সমাবেশে অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ ফলক উন্মোচন এবং বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে কুড়িগ্রামকে স্কাউটস জেলা ঘোষনা করেন। প্রধান অতিথি জানান, বাংলাদেশ স্কাউটসের নীতিমালার শর্ত মোতাবেক কোন জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে কাব, স্কাউটস, রোভার স্কাউটস দলের স্কাউটস কার্যক্রম চালু থাকলে সে জেলাকে স্কাউটস জেলা হিসাবে নির্বাচন করা যায়। কুড়িগ্রাম জেলা এ নীতিমালার সকল শর্ত পুরণ করতে সক্ষম হয়েছে।