নবগঠিত অন্তবর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ায় তাঁকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির।
আজ ৯ আগস্ট (শুক্রবার) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ায় বাংলাদেশ রেলওয়েতে শৃঙ্খলা ফিরে আসবে বলে আমরা প্রত্যাশা করি। দীর্ঘদিন যাবত নিয়োগ বিধিমালা ২০২০ সংশোধন না করে পূর্বের আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের যোগসাজশে রেলওয়ের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা নিয়োগ বাণিজ্য চালিয়ে আসছিল। এ নিয়ে আমরা দীর্ঘদিন আন্দোলন—সংগ্রাম করেও কোন প্রতিকার পাইনি। মাননীয় প্রধান উপদেষ্টা রেলওয়ের সকল নিয়োগ বাণিজ্য ও দুর্নীতি বন্ধ করে বাংলাদেশ রেলওয়েকে একটি জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে পরিণত করবেন বলে আমরা আশাবাদী। পাশাপাশি তাঁকে সারাদেশের অসহায় রেলওয়ে পোষ্যদের অধিকার প্রতিষ্ঠায় সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি।