শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ১১:৩৭ অপরাহ্ন
এ দিন চট্টগ্রামের বিপক্ষে ১৬৪ রান তাড়া করে রংপুরের জয়ে দুর্দান্ত ব্যাটিং করেন ইংলিশ ক্রিকেটার লুইস গ্রেগরি। তার ৩৭ বলে ৭৬ রানের ঝড়ো ইনিংসে ১৮.৪ ওভারে ৪ উইকেটে ১৬৭ রান করে রংপুর। চার ম্যাচ হারের পর জিতলো তারা।
হারলেও শীর্ষস্থান ছাড়তে হয়নি চট্টগ্রামকে। ৭ ম্যাচে ১০ পয়েন্ট তাদের। ৩ ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে খুলনা টাইগার্স। ৫ ম্যাচ শেষে ২ পয়েন্ট নিয়ে সবার শেষে রংপুর।
ফার্নান্ডো ৪০ বলে ৮ চার ও ৪ ছয়ে ৭২ রান করে চট্টগ্রামের সেরা স্কোরার। নুরুল হাসান সোহানের (২০) দ্বিতীয় সেরা ইনিংসের পর শেষ দিকে লিয়াম প্লাঙ্কেটের ১২ বলে ১৭ রানের হার না মানা ইনিংসে স্কোর দেড়শ ছাড়ায় স্বাগতিকরা।
মোস্তাফিজুর রহমান ও গ্রেগরি রংপুরের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন।
৩৬ রানে ৩ উইকেট হারানো রংপুরকে পথে ফেরান গ্রেগরি। এই ইংলিশ ব্যাটসম্যান ৪০ রানের জুটি গড়েন সাদমান ইসলামকে (১৬) নিয়ে। ২৫ বলে চারটি করে চার ও ছয়ে ফিফটি করা গ্রেগরি জিতিয়ে মাঠ ছাড়েন। সঙ্গী ছিলেন ফজলে মাহমুদ। ৯১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। গ্রেগরির ইনিংসে ছিল ৬টি চার ও ৫টি ছয়। ২১ বলে ৩৮ রানে খেলছিলেন ফজলে।
রুবেল হোসেন চট্টগ্রামের পক্ষে দুটি উইকেট নেন। অন্য দুটি ভাগাভাগি করেন প্লাঙ্কেট ও মেহেদী হাসান রানা।
সংক্ষিপ্ত স্কোর
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ২০ ওভারে ১৬৩/৭ (ফার্নান্দো ৭২, সোহান ২০, প্ল্যাঙ্কেট ১৭; মোস্তাফিজ ২/২৩, লুইস গ্রেগরি ২/২৭)।
রংপুর রেঞ্জার্স: ১৮.৪ ওভারে ১৬৭/৪ (লুইস গ্রেগরি ৭৬*, ফজলে মাহমুদ ৩৮*, টম অ্যাবল ২৪, সাদমান ১৬)।
ফল: রংপুর রেঞ্জার্স ৬ উইকেটে জয়ী।