মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি যশোরের অভয়নগরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের রাঙ্গারহাট এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশু মারিয়ার খাতুন (২) দিঘিরপাড় গ্রামের ফিরোজ হোসেনের মেয়ে। মৃতের পিতা ফিরোজ হোসেন বলেন, আমার মেয়ে মারিয়া ঘরের বাহিরে খেলা করছিলো। তার মা সাংসারিক কাজে ব্যস্ত ছিল। কিছুক্ষন পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে আমার স্ত্রী ও পরিবারের লোকজন। খোজাখুজির পর বাড়ির পাশের পুকুরে মারিয়াকে ভাষতে দেখেন আমার ভাইপো রুবেল। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জনান, পানিতে ডুবে দুই বছের শিশুর মৃত্যুর সংবাদ পেয়েছি। থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
যশোরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি যশোরের সদর উপজেলার বসুন্দিয়ায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলীকে...