অভিনেত্রীর বিরুদ্ধে ২৬৩ কোটির আর্থিক কেলেঙ্কারির অভিযোগ

ছিলেন সরকারি কর্মকর্তা জিএসটি আধিকারিক। তবে চাকরী থেকে ইস্তফা দিয়ে নাম লেখান শোবিজে। এবার তারই নাম এল ইডি’র চার্জশিটে। মাসখানেক ধরেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর নজরে ছিলেন অভিনেত্রী কৃতি ভার্মা।

এবার ২৬৩ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়াল তার। মঙ্গলবার ইডি’র চার্জশিটে ১৪ জনের নাম উঠে আসে। সেখানে এই অভিনেত্রীর নামও রয়েছে।

জানা গেছে, টিডিএস রিফান্ড আর্থিক তছরূপের মামলায় মূলচক্রী তানাজি মন্ডল অধিকারী। কৃতি ভার্মার বিরুদ্ধে অভিযোগ, উর্ধ্বতন কর্তৃপক্ষের লগ ইন আইডি ব্যবহার করেই প্রেমিকের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলেন অভিনেত্রী। সেই টাকায় সম্পত্তি কেনেন বলেও অভিযোগ। যদিও গোটা বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে।

 

‘বিগ বস’, ‘এমটিভি রোডিজ’-এর মতো একাধিক হিন্দি রিয়ালিটি শোয়ে দেখা গিয়েছে কৃতি ভার্মাকে। এছাড়াও, অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক ভূষণ পাতিল, রাজেশ শেট্টির নামও রয়েছে ইডি’র চার্জশিটে।

প্রসঙ্গত, ২০১৮ সালেই সরকারি পদ থেকে ইস্তফা দেন কৃতি ভার্মা। তখন তিনি থাকতেন দিল্লিতে। তারপরই মুম্বাইতে পা রাখেন। একাধিক রিয়ালিটি শোয়ের সুবাদে জনপ্রিয়তাও লাভ করেন।

Exit mobile version