অরবিন্দ শিশু হাসপাতালের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ উত্তর বঙ্গের একমাত্র মা ও শিশু স্বাস্থ্য সেবার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান অরবিন্দ শিশু হাসপাতালের আয়োজনে প্রতিবছরের মতো এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অরবিন্দ শিশু হাসপাতালের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের সাধারণ সম্পাদক মোঃ শামীম কবির। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ সভাপতি মোঃ রেজাউল করিম ও যুগ্ম সম্পাদক মো: সহিদুর ইসলাম খান (শাহীন খান) ইফতার মাহফিলে নির্বাহী কমিটির আরোও উপস্থিত ছিলেন সহ সভাপতি রনজিৎ কুমার সিংহ, যুগ্ম সাধারণ সম্পাদক স্বরূপ বকসী বাচ্চু, কোষাধ্যক্ষ প্রেমনাথ রায়, মেডিকেল বিষয়ক সম্পাদক ডা: চৌধুরী মোঃ মোসাদ্দেকুল ইজদানী, সমাজকল্যাণ সম্পাদক রেজওয়ান হোসেন চৌধুরী রানা, শিক্ষা, তথ্য, যোগাযোগ সম্পাদক আলহাজ্ব হারুন অর রশিদ, নির্বাহী সদস্য এ্যাড মো: রফিকুল ইসলাম ভুটু, শেখ আব্দুর রশিদ তোতা, কাশী কুমার দাস, বিধান চক্রবর্তী বাসু, মোঃ মোস্তাক খান। ইফতারের পূর্বে ঘাসিপাড়া আল ফালাহ্ জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং এই হাসপাতালের প্রতিষ্ঠার জন্য যারা নিবেদিত প্রান হিসেবে কাজ করে গেছেন, নির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ যারা ইতিপূর্বে ইন্তেকাল করেছেন তাহের রুহের মাগফিরাত কামনায় ও যারা অসুস্থ হয়ে রয়েছেন তাদের সুস্থ-সুন্দর জীবন কামনায় ও দেশ ও জাতীর সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন। উক্ত ইফতার মাহফিলে অরবিন্দ শিশু হাসপাতালের কার্যনির্বাহী পরিষদের সদস্য, সাধারণ সদস্য ছাড়াও, শিশু বিশেষজ্ঞ, গাইনী বিশেষজ্ঞ, অর্থোপেডিক্স ও হাসপাতালে কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Exit mobile version