আইইউডি-ইমপ্লান্ট গ্রহিতা কর্মশালায় উপ-পরিচালক সাইফুল ইসলাম স্বামী-স্ত্রী’র মতামতের ভিত্তিতে পরিকল্পিত পরিবার গড়তে পারলে জনসংখ্যা বিস্ফোরণ নিয়ন্ত্রণ সম্ভব হবে

স্টাফ রিপোর্টার ॥ “ছেলে হোক- মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ঠ”-এই শ্লোগানকে সামনে রেখে ১৪ মে মঙ্গলবার বিরল উপজেলার বিজোড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র প্রাঙ্গণে ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিস ডেলিভারী প্রোগ্রাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর আয়োজনে এবং উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় বিরল, দিনাজপুরের বাস্তবায়নে পরিবার পরিকল্পনা কার্যক্রমে স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পদ্ধতি বৃদ্ধির লক্ষ্যে সন্তুষ্ট আইইউডি-ইমপ্লান্ট গ্রহীতা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিরল উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার এএনএস মামুনুর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম। পরিবার পরিকল্পনা কার্যক্রমের লক্ষ ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন বিরল পরিবার পরিকল্পনা অফিসের মেডিকেল অফিসার ডাঃ আল মুসাব্বির সিয়াম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরল উপজেলা হেলথ অফিসার ডাঃ আব্দুল মোকাদ্দেস। তথ্যভিত্তিক উপস্থাপনা করেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক (সিসি) ও ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ডাঃ মোঃ রেজাউল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন এমএসিএমও মোঃ ফারুকুজ্জামান, এফডাব্লিউডি শাপলা খাতুন। নরমাল ডেলিভারীর সুফল তুলে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ ভূপতি রায়। সঞ্চালকের দায়িত্ব পালন করেন পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক ডাঃ ওবায়দুর রহমান। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন ইউপি সদস্য লতা রানী সরকার, বৃষ্টি রানী, রাজিয়া বেগম প্রমুখ। বক্তারা বলেন, সেবা প্রদানকারী ও সেবা গ্রহণকারীদের মাঝে সেতুবন্ধন রচনা করতে হবে। তাহলে স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পদ্ধতিগুলো বাস্তবায়ন হবে। স্বামী-স্ত্রী’র মতামতের ভিত্তিতে পরিকল্পিত পরিবার গড়তে পারলে জনসংখ্যা বিস্ফোরণ নিয়ন্ত্রণ সম্ভব হবে এবং দেশ জাতি মেধাযুক্ত নাগরিক উপহার পাবে।

Exit mobile version