(১) শেখ হাসিনার ফুপাতো ভাইয়ের ছেলে সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর স্ত্রী মুনতারিন চৌধুরী ২০১৪ সালের ২৯শে এপ্রিল রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন।
পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানায়, ২৯শে এপ্রিল রাতে নিক্সন ও মুনতারিনের কলহের একপর্যায়ে মুনতারিন পাঁচতলা বাসভবনের ছাদ থেকে লাফ দেন। আর প্রতিবেশীরা বলেছিলেন মুনতারিন’কে চারতলা থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন নিক্সন চৌধুরী। পরবর্তীতে বিদেশে অবস্থানরত মুনতরানিরে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়।
মুনতারিনের মৃত্যুর ঘটনার কোন তদন্ত হয়নি, অপঘাতে মৃত্যু নাকি পরিকল্পিত হত্যাকান্ড সেটাও কখনো নিশ্চিত হওয়া যায়নি। মুনতারিনের মৃত্যুর বিশদ তদন্ত করা প্রয়োজন। আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করবেন।
(সূত্র: জুলকারনাইন সায়ের)
(২)
২০১৯ সালের মার্চ মাসে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের জামাতা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসক রাজন কর্মকারের মৃত্যু হয়।
রাজন কর্মকারের পরিবারের অভিযোগ তার মৃত্যু অস্বাভাবিক। তাকে হত্যা করা হয়েছে বলে আশঙ্কা করছেন তারা।
রাজনের পরিবারের অভিযোগ ছিল খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের মেয়ে ডা. কৃষ্ণা মজুমদার রাজনকে হত্যা করেছে।উল্লেখ্য এই যে ডা. কৃষ্ণা মজুমদার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এর চিকিৎসক।