স্টাফ রিপোর্টার ॥ ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৪ উপলক্ষ্যে “নারী ও কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি”-এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারি ঐতিহ্যবাহী উন্নয়ন সংস্থা পল্লীশ্রী বালুবাড়ী, দিনাজপুর এর আয়োজনে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে দৃঢ় শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বালুবাড়িস্থ পল্লীশ্রী’র কার্যালয়ের হলরুমে।
১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৪ উপলক্ষ্যে প্রচারাভিযান এর উদ্বোধন করেন পল্লীশ্রী’র নির্বাহী পরিচালক শামীম আরা বেগম। অনুষ্ঠানে ১৬ দিবসীয় পক্ষকালের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সেলিম রেজা, হামায়ুন কবির, শামীমা পপি, মোস্তফা কামাল, রওনক আরা হক নীপা, কাজী তুষার আহমেদ, শাহাজাদী শিরিন, শাহিন আক্তার, কৃষ্ণা দাস, রাবেয়া বেগম, মমতাজুল ইসলাম প্রমুখ। প্রচারাভিযানের উদ্বোধন করতে গিয়ে পল্লীশ্রী’র নির্বাহী পরিচালক শামীম আরা বেগম বলেন, এই দিবসকে কেন্দ্র করে আমরা সকলে অঙ্গীকারবদ্ধ হই যে, নিজের দৃষ্টিভঙ্গী- আচরণ ও মানসিকতা পরিবর্তনের মধ্য দিয়ে নারী ও কন্যার সুরক্ষায় স্ব স্ব অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখব এবং সকল প্রকার মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিরোধ ও প্রতিকারে কার্যকরী পদক্ষেপ গ্রহন করব। তাই আসুন নারী কন্যার সুরক্ষা করি ও সহিংসতামুক্ত বিশ্ব গড়ি। ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৪ উপলক্ষ্যে পল্লীশ্রী ২৯ নভেম্বর আন্তর্জাতিক নারী মানবাধিকার কর্মী দিবস, ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস, ২ ডিসেম্বর দাসমুক্ত দিবস, ৩ ডিসেম্বর প্রতিবন্ধী দিবস, ৫ ডিসেম্বর স্বেচ্ছাসেবী দিবস, ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস, ১০ ডিসেম্বর মানবাধিকার দিবসসহ বিভিন্ন কর্মসূচী ঘোষনা করেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন পল্লীশ্রী’র জেন্ডার এন্ড জাস্টিস ম্যানেজার শামসুন নাহার।
দিনাজপুরে ডিএনসির অভিযানে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
দিনাজপুর প্রতিনিধি ॥ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের চলমান মাদক বিরোধী অভিযানে উপ-পরিদর্শক হাসিবুল হাসান এর নেতৃত্বে একটি টিম...