মীর জেসান হোসেন তৃপ্তী : মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে বুধবার সকালে ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন,যুগ্ন-সম্পাদক আমিনুল ইসলাম রিপোন,সাংগঠনিক সম্পাদক ইদি আমিন এ্যাপেলো, মাসুদ মৃধা,সমাজ কল্যাণ সম্পাদক সোহেল রানা রাজ,মহিলা বিষয়ক সম্পাদিকা রাশেদা হামিদ অনি, নাহিদা আক্তার পপি,রুনিা শেখ,ক্রিড়া বিষয়ক সম্পাদক মোঃ ওবাইদুল ইসলাম ,পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম খান,আব্দুস সালাম মিন্টু,মোঃ আজাহার আলী,মোঃ ইনুচ আলী,মোঃ জুয়েল প্রমুখ। এ সময় ঢাকা প্রেস ক্লাবের সভাপতি বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষা করার জন্য ভাষা আন্দোলনের শহীদ স্মৃতিকে অম্লান করে রাখার জন্য সকলের প্রচেষ্ঠা থাকতে হবে।