এই পর্যন্ত আমার জিবনে সব থেকে লজ্জাজনক ঘটনা হলো গাছে উঠে গামছা খুলে যা-ওয়া…….!!
তখন ক্লাস নিউ টেনে পড়ি সমবয়সী কিছু বন্ধু আর এলাকার কিছু পিচ্চি পোলাপান নিয়ে গেছি বক পাখির বাসা থেকে বাচ্চা পাড়তে।
তো কেউ গাছে উঠতে পারছে না আর পারলেও উঠতে চাচ্ছে না বিভিন্ন অজুহাত দেখাচ্ছে তো আমি আবার গাছে ওঠা পন্ডিত তখন আমার পড়নে জিন্স প্যান্ট পরা ছিলো সেটা খুলে একজনের গামছা পরেছি, আর সবাই উৎসাহ দিচ্ছে যে আমিই পারবো 😆
কি আর বলবো গামছা পরে যেই না গাছের অর্ধেক উঠেছি ওমনি গামছার একটা গিট্টু লুজ হয়ে গেছে, আমি তখন এক হাত দিয়ে গিট্টু আরেকটা টাইট করতে যেয়ে আরো খুলে গেছে তখন গাছের মাঝ পথে, এক হাত দিয়ে গাছ শক্ত করে ধরেছি আরেক হাত দিয়ে গামছা সামাল দিচ্ছি ও মা সে কি আরো ভালো করে পড়তে যেয়ে আরো গামছা খুলে গেছে পুরোটা। তখন তড়িঘড়ি করে নিচে নামতে যেয়ে শেষবেশ গামছা খুলেই নিচে পড়ে গেছে তারপর যা হওয়ার হলো……… আমার আঙুল ফল টক 🤣
🙈 কোন মতে হাত দিয়ে টুনটুনি ঢেকে রেখেছি আর পোলাপান যারা ছিলো সবাই আমার পা😑ছা দেখে নিলো হাসাহাসি মজা করলো কিছুদিন পোলাপান খেপাতো মাঝে মধ্যে ২,১ টা কে ধরে থাপ্পড় দিয়েছি তারপর ঠিক হয়ে গেছে।