শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ১১:২৫ অপরাহ্ন
নিউজ ডেস্ক : নেতাকর্মীদের আচরণবিধি ল’ঙ্ঘ’ন না করে নির্বাচনী প্রচারে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
এ সময় এমপি-মন্ত্রীদের দ্বারা যাতে নির্বাচনী আচরণবিধি ল’ঙ্ঘ’ন না হয়- এই ব্যাপারে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে বলেও জানান তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, যতক্ষণ থেকে আচরণবিধি মেনে চলার বিষয় এসেছে আমি একবারও কি কোনো আচরণবিধি ল’ঙ্ঘ’ন করার মতো কাজ করেছি? কোনো সভা-সমাবেশে অংশ নিয়েছি? তাহলে মির্জা ফখরুল সাহেব কেন অবা’ন্তর প্রশ্নটি করতে গেলেন?
তিনি আরও বলেন, আমি শুধু তাকে বলব- আপনার চ্যা’লে’ঞ্জ করা লাগবে না। আপনি নিজে এমপি হয়ে প’দত্যা’গ করে একটি নাটক করেছেন। সেই নাটকে আবার আরেকজন অংশ নিয়েছে। এখানে চ্যালে’ঞ্জের কোনো বিষয় না। আপনি যদি চ্যা’লে’ঞ্জ করেন, তাহলে আমি বলব- আমাদের মন্ত্রী-এমপির প্রয়োজন হবে না। আমাদের দু’জন ক্লিন ইমেজের মেয়র পদপ্রার্থীই যথেষ্ট আপনি এবং বিএনপি নেতাদের ক্যাম্পেইনের মো’কাবিলা করার জন্য। এটির জন্য আমরা মন্ত্রী আর এমপিদের নির্বাচনে অংশ নেয়ার প্রয়োজন নেই।