ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা জায়েদ খান সব সময় আলোচনায় থাকতে পছন্দ করেন। সিনেমার থেকেও এই অভিনেতা বভিন্ন ইস্যুতে কথা বলে আলোচনার কেন্দ্রে চলে আসেন। বিশেষ করে এই অভিনেতার ব্যাচেলর লাইফ ও বিবাহ নিয়ে ভক্তদের আগ্রহ ও প্রশ্নের শেষ নেই।
সম্প্রতি এই নায়ক জানালেন আরও এক নতুন তথ্য। ম্যাসেঞ্জারে তার ইনবক্সে মেয়েরা অসংখ্য ‘লাভ ইউ’ টেক্সট পাঠিয়ে রাখে ভালোবাসার কথা জানান দিয়ে।
গণমাধ্যমকে জায়েদ খান বলেন, ‘আমাকে কোনো মেয়ে ভালোবাসার কথা বললে আমি তাকে খুশি হয়ে লাভ রিয়েক্ট দেই। রিপ্লাই দেই, নইলে সে মনঃক্ষুণ্ণ হবে। আমার ইনবক্স ভর্তি লাভ ইউ টেক্সট। আমার ম্যাসেঞ্জার বক্স দেখলে মাথা ঘুরে পড়ে যাবেন। সারাদিন আপনার মাথা ঘুরতে থাকবে যে কী হয় আমার ম্যাসেঞ্জার বক্সে।’
কেন আপনাকে নারীরা পছন্দ করে? উত্তরে জায়েদ বলেন, ‘আমার রাশিতে হয়তো এটা আছে। পছন্দ করার কারণ হতে পারে রাশিগত। এই প্রমাণ অনেকবার সবাই দেখেছে। সবাই দৌড়ে এসে ছবি তোলে। তারা আমাকে বিশ্বাস করে এটা আমাকে পছন্দ করার আরেকটি কারণ। তাছাড়া একজন শিল্পী হিসেবে আমাকে মেয়েরা পছন্দ করতেই পারে।’
চারপাশে কোনো সুন্দরী মেয়ে দেখলে জায়েদ খান তাকিয়ে থাকেন, এমনটাই জানান তিনি। তাদের সৌন্দর্য উপভোগ করতে আনন্দ পান। জায়েদ বলেন, ‘আর আমার চোখ শুধু ঘোরে। সুন্দরী দেখলে ভালো লাগে, তাকাই। ঠিক আছে এই সৌন্দর্য-প্রিয়তা চলতে থাকুক। যখন আল্লাহ যখন লিখে রেখেছেন, তখন বিয়ে হবে। আপনাদের জানিয়ে ঘটা করেই বিয়ে করব।’