আমি এক মেয়েকে পছন্দ করি, সেও আমাকে পছন্দ করে।

প্রশ্নের ওই “হালাল সম্পর্ক” কথাটির জন্যই উত্তর লেখার প্রয়োজন হচ্ছে। আজকের যুগে এই কথাটি বারবার শোনা যায়। কিন্তু, বেশিরভাগ মানুষই এই “হালাল সম্পর্ক” কথাটির অর্থ বোঝে না।

মেয়েটি বোরখা পরে, মোবাইলে অনলাইনে এসে, তার বয়ফ্রেন্ডকে বললো- বাবু খাইছো।

ব্যাস সম্পর্কটা হালাল হয়ে গেল ; তাই না?

ইসলামের হালাল সম্পর্ক হলো – ডাইরেক্ট একশন। আবার বলুন – ডাইরেক্ট একশন।

কোন মেয়েকে পছন্দ হয়েছে। বিয়ের প্রস্তাব দিবেন, বিয়ে করে ফেলবেন। ডাইরেক্ট একশন।

যদি সেই মেয়েকে বিয়ে করা না যায়, তাহলে তখনই মেয়েটিকে ভুলে গিয়ে, অন্য কোন মেয়েকে খুজবেন। ডাইরেক্ট একশন।

যদি মেয়ের পরিবার থেকে শর্ত দেয়, অমুক ঘটনার পরে বিয়ে হবে। সেই ঘটনার জন্য বড়জোর ৬ মাস অপেক্ষা করতে পারেন। অপেক্ষার সময়টা এর চেয়ে বেশি হলে, ওই মেয়েকে ভুলে যান। অন্য কাউকে খুজে নিন। ডাইরেক্ট একশন।

কি বুঝলেন?

রোমিও-জুলিয়েট বা লাইলী মজনুর মতন প্রেমের কারনে জীবন নষ্ট করার পদ্ধতি ইসলামে নেই। অমুককে ছাড়া বাচবো না ; এমন ডায়লগ ইসলামে ইসলামে নেই।

ইসলামের পদ্ধতি হলো – সরাসরি বিয়ে করে জীবন কাটানো।

যাকে পছন্দ হয়, এখনই বিয়ে করবেন। তাকে পেতে দেরী হলে, বা পাওয়া কঠিন হলে, তাকে ভুলে অন্য কাউকে বিয়ে করুন।

Exit mobile version